আমার অস্তিত্ব জানান দেয় আমি এখনও বেঁচে আছি  ,      
এখনও আমি শুনতে পাই ভোরে আযানের সুর ধ্বনি ,    
প্রভাতে পাখির কূজন শুনি বিকেলে আরতি শঙ্খধ্বনি ;
মানুষের হল্লা শুনতে পাই  মনে হয় তাই বেঁচে আছি ।
শুধু শঙ্কা জাগে এই বুঝি গো নয়নে আঁধার নেমে আসে ,
মন চায় তাই আর একবার শৈশব কৈশোরে ফিরে যেতে ;
যেখানে অনেক ভালো লাগার ছোঁয়ায় আনন্দে উঠি মেতে ,
ছিল সেথা প্রেম হৃদয় খোলা , কে আজ অমন ভালবাসে ?

শিউলি বকুল কত যে ফুল ভ্রমরের হয় কত ভুল ,  
শাপলা শালুক দিঘি র জলে মুগ্ধ দুটি চোখ শত দলে ,
হারাই নিজেরে যৌবনে এসে প্রেম যমুনায় কত ছলে ;
হাবু ডুবু খাই বিরহ ধামে, অথৈ  নোনা জল নেই কৃল ।

অনুক্ষণ ভাবি শঙ্কিত মনে এই বুঝি এলো সেই ক্ষণ ,
চির বিদায়ের ঘণ্টা বাজবে যেতে হবে ছেড়ে এ ভুবন ।



অনিয়মিত রূপকল্প
অক্ষরবৃত্ত ৬৫ ৬৪ একুশ মাত্রা