কাবার শহর মক্কার পথে পথে ঘুরছি আমি
খুঁজে বেড়াই শান্তি,
এই তো সে পথ যে পথে নবী ছিলেন
ব‍্যস্ত ঘুচাতে ভ্রান্তি।
পাহাড় পর্বত কঠিন গিরি পথ
কিছুই পারেনি দমাতে,
সত‍্য প্রচার ছিলেন একনিষ্ঠ ;
আল্লাহর বাণী প্রচারে কেউ পারেনি তারে থামাতে।
কত কুৎসিত বাক‍বাক্যবাণ কত নির্যাতন,
পথে পথে থাকতো কত কাটা ;
তবু নবীজি দমে যান নি থেমে যায়নি সত্য প্রচার,
আল্লাহর বাণী প্রচারে লাগেনি একটুও ভাটা।
নবীজি জন্মভূমি মক্কা ছেড়ে গেলেন মদিনায়,
মদিনা সনদে গড়লেন ইসলামী রাষ্ট্র ;
মক্কার কাফের এলো ভেঙ্গে গুড়িয়ে দিতে নবীর গড়া রাষ্ট্র
বদর প্রান্তরে যুদ্ধ হলো পরাজিত কাফির পথভ্রষ্ট।
ইসলাম এলো দুনিয়ার বুকে বিজয়ের বেশে ,
শত শত কাফির বিধর্মী সামিল হলো সেই কাফেলায়
আনন্দ উল্লাসে ।
আখেরাতে মুক্তির একমাত্র পথ ইসলাম ,
বিনা দ্বিধায় আজ সেই পথে সামিল হলাম ;
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এর দেখানো পথে
বাইয়াত নিলাম ।



বাইয়াত আরবী শব্দ যার অর্থ আনুগত‍্য করা
সকলের দোয়া ও আশীর্বাদে হজ্জ্ব পালন শেষে গত ২৯শে জুলাই ২০২৩ইং দেশে ফিরে
এসেছি , আসরের সবাইকে সালাম ও ধন্যবাদ ।