সমাজ সংসারে আজ পচন ধরেছে,
ভালবাসায় বিশ্বাস তাই পলাতক;
মিথ্যা টর্নেডোর মত আঘাত করেছে
মানুষের মন কষে বহুরূপী ছক ।


হু হু করে  ক্রমাগত ভাঙ্গছে বিশ্বাস,
রক্তের বাঁধন ছিন্ন হচ্ছে অবিরত;
ছেলে হারা মায়েদের শুনি দীর্ঘশ্বাস,
আর্তের চিৎকার শুধু বাড়ে ক্রমাগত ।


রুদ্র প্রাণে মোর আজ নাচন লেগেছ
হৃদয়ে মানবতার জেগেছে চেতনা,
অঙ্গে ভয় কে জয়ের কাঁপন জেগেছে
ভুলেছি না পাওয়ার সকল বেদনা ।


শপথ নিলাম সবে হাতে হাত ধরি,
সাম্যের লাগি দুর্গম পথ দেব পাড়ি ।