ঘুমের মধ্যে স্বপ্নেরা দেয় হামাগুরি
হাটি হাটি পা পা করে তারা আমার
মগজে ঢুকে পড়ে ,
স্মৃতি গুলো জড়ো হয়ে স্বপ্ন বানায়
স্বপ্ন গুলোর অধিকাংশ ভালবাসার
থাকে হৃদয় জুড়ে ।
অমাবস্যায় জোনাক পোকারাও
আলো না দিয়ে পালিয়ে বেড়ায়
খোজে তারা আশ্রয় ।
ভালবাসা সে তো মায়া মরিচিকা
ছলনার আগুনে শুধু জ্বলতে হয়
সুখ স্বপ্ন ভেঙ্গে যায়  ,