স্বপ্ন কাঁদায় স্বপ্ন হাসায় স্বপ্ন দেখায় আলো ,
স্বপ্নে মানুষ দেখতে চায়  নিজে আছে ভাল ;
কেউ দেখে দিবাস্বপ্ন দেখে সে কোটিপতি ,
আঙ্গুল ফুলে কলাগাছ হয় কেউ রাতারাতি  ।
স্বপ্নে মানুষ কেউ রাজা হয় কেউ হয় মন্ত্রী ,
কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ আবার যন্ত্রী ;
স্বপ্নেরা সব এলোমেলো আসা যাওয়া করে ,
প্রতিদিনের অভিজ্ঞতা, স্মৃতি আসে ফিরে-ফিরে ।
স্বপ্নের জাল বুনতে বুনতে মানুষ হয় স্বপ্নচারী ,
স্বপ্ন অলীক তবু স্বপ্ন ছাড়া বাঁচতে কি আর পারি ?