শঙ্খচিলের ডানায় উড়ে
এলাম এ কোন ফুল বনে!
হাস্নাহেনা জুঁই শেফালী
সুবাস ছড়ায় আপন মনে।
রঙধনু রঙ ছড়িয়ে আছে
বনের সকল লতা পাতায়,
ঊষার আলোয় উঠলো হেসে
ফুল পাখিরা শাখায় শাখায়।
ভোরের আলোয় ঝলসে ওঠে
শিশির কণা ঘাসের ডগায়,
মেঘেরা সব ঝড়ে পড়ে
বৃষ্টি হয়ে ফোটায় ফোটায়।
প্রজাপতি উড়ে বেড়ায়
মনের সুখে ফুলে ফুলে,
দিঘির জলে পদ্ম পাতায়
ফড়িং নাচে হেলে দুলে।
বনের ধারে ফিঙে নাচে
ঝুমকোলতা খাচ্ছে দোল্ ,
স্বপ্ন নয় গো, এ যে আমার
প্রিয় বাংলা মায়ের কোল্ ।