প্রতিদিন প্রতিরাতে স্বপ্ন দেখি আমি ,
স্বপ্ন দেখি অবিরত জীবন গড়ার ,
স্বপ্ন দেখে ভয়ে থাকি পথ হারাবার ;
স্বপ্নেরা কেন আসে তা জানে অন্তর্যামী ।
কল্পনায় স্বপ্নগুলো হয়ে ওঠে দামী ,
স্বপ্ন হৃদয়ে জাগায় ভাবনা অপার ,
চেতনায় খুলে দেয় সে রুদ্ধ দুয়ার ;
স্বপ্নে দেখা পথ ধরে হই অগ্রগামী ।


স্বপ্ন হাতছানি দেয় দূর অজানার
সুখ সমৃদ্ধি আনার পথ সে দেখায় ,
জানি সে স্বপ্ন শুধুু ই মনের কল্পনা ;
স্বপ্ন পূরণে থাকলেও অদম্য বাসনা
জীবন সংগ্রামে কত স্বপ্ন ভেঙ্গে যায় ,
স্বপ্ন ভাঙ্গার কষ্ট যে বড় বেদনার ।