বিত্তের লোভে মত্ত হয়ে ভেঙ্গেছি নিজ ঘর,
রক্তের বাঁধন গেল ছিড়ে আপন হল পর ।
এ ভূবনে তখন আপন আমার কেউ ছিলনা,
আমি ছিলাম ভবঘুরে পথই ছিল ঠিকানা ।

লক্ষ্যবিহীন জীবন ছিল, ছিল ক্ষুধার জ্বালা.
দুঃখ ছিল কষ্ট ছিল, ছিল চরম অবহেলা ;
তুমি যখন আসলে কাছে দিলে ভালবাসা,
ছন্নছাড়া জীবন আমার পেল পথের দিশা ।

পরশমনি হয়ে আমায় তুমি পথ দেখালে  ,
মানুষ হয়ে বেঁচে থাকার মন্ত্র শেখালে ।
তোমার প্রেমে হাবুডুবু, খুজে বেরাই তীর ;
তোমায় ঘিরে স্বপ্ন দেখি বাঁধবো সুখের নীড়