সারাদিন কাটে মোর
নানা কাজ কর্মে ,
সব কাজ করি তবু
ব্যথা জাগে মর্মে ।


লেখাপড়া করি আমি
চাকরি ধরতে ,
খেলাধুলা করি আমি
সামর্থ্য গড়তে ।


মেধা দিয়ে চাকরিটা
যদি নাহি পাই ,
ব্যবসাটা বুঝি আমি
করবো যে তাই ।


ব‍্যবসাতে সত‍্য নাই
আছে জালিয়াতি ,
পদে পদে ধরা খাই
জ্বলে লাল বাতি ।


সারাদিন থাকি আমি
অর্থের ধান্ধায় ,
দিন শেষে ঘটিবাটি
দেখি সব যায় ।