মরুর বুকে আঁধার ঘনায়
এসেছে ঘোর অমানিশা,
দ্বন্দ্ব জড়ায় মরুচারী
ওরা হারায় পথের দিশা ।


গোত্রে গোত্রে ধর্মে বর্ণে
কত যুদ্ধ কত সংঘাত ,
নারী যেখানে ভোগ্য পণ্য
জন্মেই পায় অভিসম্পাত ।


আল্লার গৃহে মূর্তি পুজারি
লাত ওজ্জার সেবা করে ,
ওকাজ মেলায় হয় ব্যভিচার
চলে কয়েক বছর ধরে ।


এমনি এক কঠিন সময়
মক্কার জীর্ণ এক কুটিরে ,
ঐশী আলোয় হলো ঝলমল
স্বর্গীয় ফুল ওঠে ফুটি রে ।


মা আমিনার কোল জুড়িয়ে
নবী এলেন ধরার বুকে ,
এক আল্লাহর বাণী দিয়ে
অজ্ঞানতা দিলেন রুখে ।



গতকাল ছিল ১২ই রবিউল আউয়াল বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত‍্যু বার্ষিকী, (ঈদ এ মিলাদন্নবী /সীরতুন্নবী )  তাঁর স্মরণে আমার  এ ক্ষুদ্র প্রয়াস।