এ বিশ্ব চরাচরের প্রকৃতির মাঝে
জীবনের আগমন ক্ষণিকের তরে,
শ্রেষ্ঠত্বের আবরণে মানুষ এসেছে
শ্বাশত ভৈরবী সাজে অবনীর পরে।
আসিল মানবকুল এই ধরাধামে
কুহেলির হিমশয‍্যা অপসারি ধীরে,
কন্ঠে জপমালা থাকে বিধাতার নামে
অনল গরল বহে সবার অন্তরে।

রূপময়ী মাধবীরে নেয় কাছে ডাকি
লহি মোহময় ভরা যৌবনের স্বাধ,
মানুষ নামের কোন সে অচিন পাখি
সুখের নায়ে ভাসতে মনে জাগে সাধ।
নৈসর্গের অপরূপ রূপের ছোয়ায়,
মানব জীবন ভরে প্রেমের মায়ায়।


শেক্সপিয়রীয় সনেট