হাসি  আনন্দ  ও  সুখ  চাই শতভাগ ,
দুঃখ দেয় কষ্ট প্রাণে, চোখে অশ্রুধারা ;
প্রেম এলে জাগে মনে রাগ অনুরাগ ,
বিরহে বইছে মনে  তপ্ত  ফল্গুধারা ।
সবাই বলে জীবন এক যুদ্ধক্ষেত্র ,
জন্ম থেকে অদ্যাবদি করছি লড়াই,;
ঢাল তলোয়ার নেই , নেই যাদু মন্ত্র ,
মগজ ধোলাই করে করছি বড়াই ।

চারিদিকে চেয়ে দেখি শুধু অনাচার ,
দুর্নীতির পথে সুখ কিনতে চেয়েছি ;
স্বার্থ আদায়ে করেছি কত অবিচার ,
ছলে বলে নানাভাবে সম্পদ গড়েছি ।

তবু কেন শতভাগ সুখ নাই মনে ,
আপন মানুষ দূরে , জ্বালা ধরে প্রাণে ।