তোমারে চিনিবে কি কেউ বলো শতবর্ষ পরে?
কে আছে করবে স্মরণ স্মৃতির পাতাটি নেড়ে!
আজো আছো এ ধরা মাঝে স্বমহিমায় উজ্জ্বল,
তোমার কীর্তি আলো দেয় ভাষা যে তার প্রাঞ্জল।
কত পথ দুর্গমগিরি পেরিয়ে এসেছো তুমি,
তোমার কর্ম বুদ্ধি জ্ঞানে আলোকিত জন্মভূমি।
আজিকার এ ফুল পাখি ডানা মেলা প্রজাপতি,
সব রবে রবেনা তুমি থাকবে তোমার কীর্তি!
তুমি অস্তাচলে গোধুলি পেরিয়ে যাবে হারিয়ে,
সেদিন তোমায় পাবেনা কেহই দুটি হাত বাড়িয়ে।
যেদিন হারাবে সেদিন হবে তুমি শুধু স্মৃতি,
শত বর্ষ পরে সেও তো ধুলি মলিন বিস্মৃতি।