উনিশ শ একাত্তরের
দিন টি সাতই মার্চ,
রেসকোর্সের ময়দানে
লাগে আগুনের আচ্।
সেদিন বাঙ্গালী চিনেছিল
নিজেদের অধিকার,
বঙ্গবন্ধু জানিয়ে দিলেন
পেতে হবে স্বাধিকার।
কানায় কানায় ভরেছিল
সেদিনের ময়দান,
এসেছিল শুনতে সবাই
বাঙালির জয়গান।
শ্রমিক চাষী ছাত্র জনতা
এসেছিল এক হয়ে,
পাক জান্তা উঠেছিল কেঁপে
জয় বাংলার ভয়ে।
সে দিনের পড়ন্ত বিকেলে
মঞ্চে আসলেন নেতা,
আকাশে বাতাসে বজ্র কণ্ঠ
প্রত‍্যয়ী স্বাধীনচেতা।


উচ্চারিত হলো কন্ঠে তার সবশেষ বাণী
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা।