আমায় করিও ক্ষমা আমি এখন অনেক ব্যস্ত ,
তোমার পানে নজর দেব সময় আমার কই ,
যাযাবর এ জীবনে বন্ধু হবেনা তোমার ঠাঁই ;
অচেনাকে চিনে নিতে আজ আমি যে বাতিক গ্রস্থ ।

যোগ বিয়োগের দুনিয়াতে আমি  অচল পয়সা ,
আমায় ঘিরে যে স্বপ্ন দেখে তার হবে স্বপ্ন ভঙ্গ ,
পথে নেমে পাবেনা আমায় পাবে হয়ত ভুজঙ্গ ;
অজাত কিংবা অস্পৃশ্য নই, তবু ভাঙ্গে সব আশা ।

আমি ছুটি ঝড়ের গতিতে যৌবনের গতি লয়ে,
আমি অতিথি পাখির ডাকে হারাই অজানা বনে ,
আমিতো চাইনা বাঁধা পড়তে কোনো মায়ার বাঁধনে ;
মানবে কল্যাণে যুক্ত হবো নিজেকে বিলিয়ে দিয়ে ।

অনাচার অবিচারের এ বস্তিতে আমি বিদ্রোহী ,
মানুষে মানুষে সাম্য এনে হব আমি সত্যাগ্রহী ।