সে আমার কেউ নয় তবুও সে কেন আমায় নিয়ে ভাবছে ?
একবারও বলিনি ভালবাসি তারে তাও কাছে তারে পাই ,
এই অবেলায় হায় তাহারে দেয়ার আমার তো কিছু নাই ;
তার চোখে দেখি আমি অনেক প্রত্যাশা  জানিনা কেন জাগছে  ।
একদিন সবই ছিল ভালবাসা ছিল কেউ ছিলনা নেবার ,
বিস্তীর্ণ নির্জনতায় নিজেকে করেছি বন্দী তিক্ত যন্ত্রণায় ,
নিজেকে গুটিয়ে নেই নিজের ভেতরে প্রেমহীন ভাবনায় ;
সময়ের আবর্তনে স্বপ্নগুলো সব ভেঙ্গে গেছে বার বার ।

তবুও সে কেন এসে নাড়িয়ে দিয়েছে মদীয় মনের দ্বার ,
সে কি দেবে সেই প্রেম যার অপেক্ষায় এতটা কাল থাকলেম ,
সে কি আমায় ভেবেছে অসহায় এক পথহারা যাযাবর ;
কেন সে আস্বাদ চায় আমার হৃদয়ে জ্বলা বহ্নি যন্ত্রণার ,
করুণা কে করি ঘৃণা আমার বাসনা সোহাগী পরশ প্রেম ,
সে কি তাই বন্ধু হয়ে সাজাতে এসেছে আমার বসত ঘর ।


                     *****



অক্ষরবৃত্ত
তিন পর্ব ৮ ৬ ৮ , মাত্রা ২২
পেত্রার্কীয় রীতি র অন্ত্যমিল , তবে দ্বিতীয় স্তবকে ভিন্নতা আছে ।