সেদিন তো খুব বৃষ্টি ছিল ,
ঝড় ছিলনা ছিল মৃদু হাওয়া ;
আকাশ ছিল কালো মেঘে ছাওয়া ,
অঙ্গে কাঁপন লেগেছিল ।


বজ্রপাতের শব্দ ছিল
ছিল আলোর ঝলকানি ,
অঝোর ধারার বৃষ্টি ছিল
ছিল ঝড়ের দমকানি ।


তেমন দিনে তুমি এলে
ভালবাসার পরশ দিয়ে ,
বৃষ্টি ভেজা অঙ্গ নিয়ে
প্রেমের আগুন দিলে জ্বেলে ।


বৃষ্টি ভেজা তোমায় দেখে
হৃদয় আমার হয় উচাটন ,
সুধা ভরা অঙ্গ তোমার
কাছে পেতে চাই সারাক্ষণ ।


তুমি ছিলে ছলনাময়ী
বুঝতে আমি পারিনি তা ,
মিথ্যে প্রেমের অভিনয়ে
দিলে আমায় দুঃখ ব্যথা ।


বৃষ্টি সেদিন ঝরেছিলো
অশ্রু জলের বৃষ্টি ,
হৃদয় আমার ভেঙ্গে দিলো
প্রিয়ার চোখের দৃষ্টি ।