শীতের ভোরে  হিমেল হাওয়ায়
কাপন লাগে সব মানুষের অঙ্গে,
সোনারঙের সূর্যকিরন খেলা করে
শিশির স্নাত সবুজ ঘাসের সঙ্গে ।


উত্তরীয়  হাওয়ায়  ভেসে
শীত এসেছে কাপন তুলে,
নীল আকাশে পাখির মেলা
উড়ছে তারা পাখা মেলে ।


রোদ ঝলমল শীতের দিনে
হিমেল  হাওয়া  বয়,
হাড়কাপানো শীতের  রাতে
কুয়াশায়  ঢেকে রয় ।


খেজুর রসের গরম পায়েস
খেতে সবাই রাত জেগেছে,
ফসল কাটা শেষ হয়েছে
পিঠে খাওয়ার ধুম পড়েছে ।


শীত আসলেই গরীব দুঃখী
মানুষগুলোর ভীষণ কষ্ট হয়,
আমরা সবাই থাকলে পাশে
শীতের রাতে ওরা ভালো রয় ।