ছেলেবেলার অনেক কথা
হঠাৎ পড়লো মনে,
আমরা ছিলাম রাজার রাজা
সুন্দর এই ভুবনে।


আমরা কত দুষ্টু ছিলাম
বলতো পাড়ার লোকে,
বিলে ঝিলে সাঁতার কাটতাম
কামড়ে দিত জোঁকে।


দস‍্যিপনা করে কত খেতাম
মায়ের মিষ্টি বকুনি,
বাবার মুখের ধমক খেয়ে
জাগতো প্রাণে কাঁপুনি


সকাল বিকাল খেলার মাঠে
করতাম কত খেলা,
বৈশাখ এলে বসতো সেথা
মজার গ্রাম‍্য মেলা।


পাঠশালাতে যেতাম মোরা
করতে পড়াশুনা,
গুরুজনের কথা না শুনলে
ভাবতাম হবে গুনাহ্।