শীতে কাঁপি থর থর
লেপের তলে জড়ো সরো,
হিম প্রবাহ বইছে
শীত যে কথা কইছে।
শিশির ভেজা সকাল বেলা
দুপুর বেলা রোদের খেলা,
কুয়াশাময় রাতে
বন্ধুরা নেই সাথে :
ওরা ও এখন কাঁপছে শীতে
পারছে না কেউ সঙ্গ দিতে।
এনে দিতে পারি
খেজুর রসের হাড়ি!
শীতের দিনে কত পিঠা
নলেন গুড়ের পায়েস মিঠা ;
শীতের মজা পায়েসে
খাব বসে আয়ে সে।