শাহবাগের মোড় থেকে


একবার ভেবেছিলাম চলেই যাব ,
এই শহরে আমি আর থাকতে চাইনা ;
ঢাকা শহর এখন ক্লান্তিময় দুঃস্বপ্নের শহর ,
কোথাও যাবার কথা ভাবলে শরীরে ক্লান্তি নামে ,
সেই তো কয়েক ঘণ্টা জ্যামে আটকে থাকা ;
কর্মহীন অলস হবার চমৎকার সুযোগ ।


রাজধানী শহর ঢাকা দিনে দিনে বেড়েছে এর জনসংখ্যা ,
সুউচ্চ অট্টালিকায় ভরে গেছে সারা শহর  ,
বিশাল বিশাল আবাসন প্রকল্প সেই সাথে পাল্লা দিয়ে
বেড়েছে বস্তির জনসংখ্যা
উড়াল সেতু, মেট্রোরেল ,ওভার ব্রীজে ছেয়ে গেছে ঢাকার আকাশ ;
উন্মুক্ত সোহরাওয়ার্দী উদ‍্যান ,রমনা পার্ক আজ আর উন্মুক্ত নেই ।
আধুনিকতার ছোঁয়ায় নৈসর্গিক সৌন্দর্য হারিয়েছে
হাতিরঝিল ধানমন্ডি গুলশান লেক ।
দু’দণ্ড নিরিবিলি সময় কাটাবার কোন ঠাঁই নেই আজ এই শহরে ,
রাজপথে যানবাহন, ফুটপাত হকারদের দখলে ।


আয়  সীমিত, বাজারমূল্য উর্ধ্বমুখী , মধ‍্যবিত্ত শঙ্কিত ;
নিরব চাদাবাজি সর্বত্র , সড়কে ,ধর্মীয় প্রতিষ্ঠানে, উৎসবে
দুর্নীতির কথা আর কত বলবো সে তো এখন
রক্তের হিমোগ্লোবিন হয়ে গেছে ;
শুনেছি রাজপথের এই ট্রাফিক জ্যাম সে ও নাকি
ঐ দুর্নীতিরই ফসল ।


তাই ভেবেছিলাম এ শহরে আর থাকবো না
রেলগাড়ি বাস কিংবা লঞ্চের ছাদে বসে বাদাম চিবুতে চিবুতে
চলে যাবো আমার ফেলে আসা শৈশবের গাঁয়ে
যেখানে এখনও ফসল ফলে ফুল ফোটে পাখি গান গায়
নদীর জলে খালে বিলে এখনও জোয়ার ভাটা হয়
সেখানেই যাই তবে.....
কিন্তু খবর নিয়ে জানলাম সেখানেও মানুষ পাল্টে গেছে
আধুনিক প্রযুক্তির কল্যানে তারাও চায় বিলাসিতা
বেড়েছে শোষণ বঞ্চনা স্বার্থের দ্বন্দ্ব , গ্রাম্য সরলতা
আজ হারিয়ে গেছে মহাকালের বিবরে ।


আবার কখনও ভেবেছি উড়োজাহাজে কিংবা ডুবুজাহাজে চড়ে
চলে যাব নির্জন কোন দ্বীপ দেশে,  কিন্তু সেখানেও শুনছি
যুক্তরাষ্ট্র রাশিয়া গড়ে তুলছে পারমানবিক অস্ত্রের ভান্ডার
অতএব কোথাও হলোনা যাওয়া
কি করে যাবো এখনও যে শাহবাগের মোড়ে
জ্যামে আটকে আছি ।