সবাই বলে সবকিছুর শেষ আছে,
আমি বলি শেষ কোথায় শেষ থেকে
আবার শুরু হয়।
জানে সবাই প্রেমের পরিণতি আছে,
আমি বলি পরিণতি যদি বিচ্ছেদ হয়
তাহা কে বল চায় ?
একাই শুরু জীবনের শেষ ও হবে একা,
মাঝখানে কতজনের সাথে হয় দেখা ;
মা বাবা ভাই বোন বন্ধু স্বজন প্রেমিকা,
জন্ম থেকে মৃত‍্যু যেন এক সরলরেখা।
প্রবাদ আছে সংসারে সুখ আসে রমণীর গুনে,
পুরুষ বিনা রমণী সংসারে সুখ আনে কেমনে?
সবাই বলে মৃত‍্যুই শেষ কথা,
আমি বলি তাই যদি হয় তবে কেন এত
পাপ পূণ‍্যের বড়াই?
মানুষ বলে প্রেমেই নাকি মুক্তি,
আমি বলি তাই যদি হয় তবে মানুষ কেন
করছে এত লড়াই ?