অনেকটা পথ পেরিয়ে এসেছি
আজ শুধু পথ হারাবার ভয়,
অনেক সময় কাটিয়ে দিয়েছি
জানি তা আর ফিরে পাবার নয়।


জগতটাকে ভেবেছি খেলাঘর
জীবন নিয়ে করেছি হেলাফেলা,
হারিয়েছি সকল আপনপর
মিথ্যে আশায় খেলেছি কত খেলা।


কত আশায় বেধেছিলাম নীড়
এখন দেখি সব তাসের ঘর,
এত কাছে জীবন নদীর তীর
বুঝিনি তাই উঠলো শেষে ঝড়।


থাকলোনা কেউই আমার পাশে
সুখে দুঃখ সাথী হয়ে শেষবেলা,
পাইনি তাকে যে সত‍্যি ভালবাসে
যা পেয়েছি সব ছলনার খেলা।