জানি একদিন তুমি থাকবে না
আমি ও না ,
এই সাজানো বাগান জানি সে ও
থাকবে না ।
সুখ দুঃখ আর মমতার বন্ধন
যাবে হারিয়ে,
তোমার আমার প্রেম সুখের স্বপন
যাবে ফুরিয়ে ।
আত্মজার মুখপানে চেয়ে ভুলেছি সকল বেদনা ,
সে এখন রয় বহুদূরে দিয়ে বিরহের যাতনা ।
জীবনের শেষ বিকেল বেলা
অপেক্ষাতে প্রহর কাটাই,
যদি কেহ ফিরে আসে
যদি কারও দেখা পাই!
প্রতিক্ষার ক্ষণ কাঁদে শুধু বিরহ ব্যথায়,
যে যায় দূরে তারে কি আর ফিরে পাওয়া যায়?
নিঃসঙ্গতাই আমাদের শেষ ঠিকানা ,
আশা নিয়ে বসে আর থাকবো না ;
মিথ্যে হয়ে যাবে সকল চাওয়া পাওয়া
অনন্তের পথ ধরে শুধু হারিয়ে যাওয়া ।
আপন হয়ে কেহ রয়না তখন ,
মরণ এসে মালা পড়ায় যখন।