লেখাপড়া শিখে তুমি
হলে বড় এক অফিসার,
হাত পেতে ঘুষ নেবে তুমি
এই কি ছিল শিক্ষা তোমার!

কাল টাকার মালিক হবে
ভোগ বিলাসে কাটবে জীবন,
খ‍্যাতির চূড়ায় উঠবে তুমি
গড়বে তুমি সুখের ভুবন!

সত‍্যি কি তাই সুখ আসে ঐ
শোষণ করা কাল টাকায়!
বিবেক তোমার জাগবে না আর
বঞ্চিতদের মরণ কান্নায়?

শিক্ষার সুযোগ পায়না ওরা
বস্তিবাসী গরীব দুঃখী,
ওদের মনে অনেক কষ্ট
ওরাও যে চায় হতে সুখী।

সুখ যে ওদের সোনার হরিণ
তোমার আছে জীবন রঙিন,
ওদের কথা ভেবে না হয়
মনে জাগাও প্রেম অমলিন।

ভোগ বিলাসের কথা ভুলে
গরীব দুঃখীর পাশে দাড়াও,
শিক্ষা তোমার সফল করতে
সবার প্রতি হাতটি বাড়াও।

শিক্ষা তুমি ছড়িয়ে দাও
চাষির ঘরে আর বস্তিতে,
দু মুঠো অন্ন দিয়ে ওদের
থাকতে দাও সুখ শান্তিতে।