টোকাই বলে যে শিশুটিকে করছো তুমি হেলা,
মানুষ হয়ে সে কেন কাটায় অনাহারে বেলা?
জগতে নেই কি তার বাঁচার অধিকার?
ক্ষুধা পেলে তবে কেন সে পায়না খাবার!
জন্ম থেকে জ্বলছে সে ক্ষুধার জ্বালাতে,
এত বৈষম‍্য হয় কেন তার বেলাতে?
জন্ম তার বস্তিতে তাই বুঝি এত অবহেলা!
জীবন বাঁচাতে কাজ করে কাটে ওদের বেলা
ক্ষুধার জ্বালায় করে ওরা কাজের সন্ধান,
শিশু শ্রমের বিনিময়ে বাঁচায় ওরা প্রাণ।
আদর করে কেউ তো নেয় না বুকেতে টেনে,
বলেনা কেউ স্কুলে যাও খাবার দেব কিনে ;
দিবস পালনে এর কি কোন হবে সমাধান!
যদি না পাওয়া যায় পর্যাপ্ত খাদ‍্যের যোগান।
মানুষ যদি মানবিক হয় রাষ্ট্র হয় সহায়,
তবেই তো বন্ধ হবে শিশুশ্রম,পাবে ওরা ন‍্যায়।


              ********


বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
১২ই জুন উপলক্ষ্যে