সুখ চাই গো সুখ,
কেউ কি দেবে স্বল্প দামে সুখ!
মুছে দেবে কি ব‍্যথার অসুখ?


সুখের লাগি ঘর বেঁধেছি
যন্ত্রনাতে খুব কেঁদেছি ,
সুখের তরে ঘর ছেড়েছি
পথের সাথে প্রেম করেছি ;
সুখের লাগি জীবন বাজী
ধরতে আমি আছি রাজী ।


প্রেম বিহনে হয়না সুখ
মন হারিয়ে ভাঙ্গলো বুক .
অর্থ বিত্ত সুখের চাবি
ক্ষমতা পেয়ে সুখী ভাবি ;
হঠাৎ তখন আসে সমন
ভাঙ্গে সকল সুখের স্বপন ।


সুখের আশায় কত গান গাই
গানের শেষে দেখি সুখ নাই ,
সুখ পেতে চাই কাব্য লেখায়
বিরহ জ্বালায় সুখ যে পালায় ;
সুখ যে এক অচিন পাখি
কেম্ নে তারে বেঁধে রাখি ?


সুখ চাই গো সুখ,
কেউ কি দেবে স্বল্প দামে সুখ!
মুছে দেবে কি ব‍্যথার অসুখ?