সুখের লাগি- ১
চেনা মানুষ অচেনা লাগে ইচ্ছে করে প্রতিশ্রুতি ভাঙ্গলে,
কাছের মানুষও পর হয় যায় স্বার্থে আঘাত লাগলে।
বিচিত্র এই মানবজীবন,
ভবেনা কেউ আসবে মরণ ;
সবাই ভাবে সুখের হবে জীবনটা অর্থ বিত্ত থাকলে।


সুখের লাগি- ২
একটুখানি সুখের লাগি ছুটছে সবাই টাকার পিছে,
টাকা থাকলে সুখ আসবে ভাবনাটি কি নয়রে মিছে?
সুখের লাগি প্রেম থাকা চাই,
ভালবাসার মন থাকা চাই ;
মায়ার বাঁধন না থাকলে দেখবে সেথায় ঝড় বইছে ।