কুয়াশায় ছেয়ে গেছে ভোরের আকাশ,
ঝিরিঝিরি বয়ে চলে হিমেল বাতাস ;
শীত এলো এলো শীত কাঁপন ধরায়,
সারা দেহে শিহরণ বয়ে চলে যায়।
ঘাসের ডগায় জমা শিশিরের কণা,
চিকচিক করে তারা যেন মুক্তোদানা ;
মিষ্টি রোদ এসে ভোরে উঠোন ভরায়,
কুয়াশার জাল কেটে আলোক ছড়ায়।
শীতের সকালে চাই খেতে চোখ খুলি,
খেজুর রসে পায়েস ভাপা পিঠা কুলি ;
শীতের সকালে গ্রামে হিম বায়ু বয়,
খোকা খুকু তাই কাঁথা মুড়ি দিয়ে রয়।
পাখিরাও কলরব করে ধীরে ধীরে,
কুয়াশার ঘনঘটা সারা দেশ ঘিরে।