শীতের আমেজ ছড়িয়ে আছে
মোদের পল্লী গাঁয়ে ,
শিশির ভেজা ঘাস মাড়ালে
কাঁপন  লাগে  পায়ে ।


শীতের সকাল কুয়াশাময়
হিমেল হাওয়া বয় ,
সকাল হলে ঘুম ভাঙ্গা মন
ঘরে কি আর রয় ।


কুয়াশার জাল কেটে যখন
রবি মামা জাগে ,
সোনা রোদে অঙ্গ জুড়ায়
ভীষণ ভাল লাগে ।


আয়রে আমার ভাই বোনেরা
আয়রে তোরা আয় ,
হলুদ  বরণ সর্ষে ক্ষেতে
আয়রে তোরা আয় ।


হেথায় এখন মৌমাছিরা
আসছে দলে দলে ,
রঙ্গিন পাখনা মেলে তারা
বসছে ফুল দলে ।


আয়রে সকল খোকা খুকী
মোদের গাঁয়ে আয় ,
খেজুর রসের পায়েস দেব
শীতের পিঠা ও, আয় ।


শীতের দিনে গ্রামের বনে
ফোটে কত ফুল ,
গাঁ য়ে ফিরে আসতে তোরা
করিস না আর ভুল ।