কুয়াশাচ্ছন্ন প্রভাতে চাই সূর্যস্নান
সূর্য তো দেয় না ধরা মেঘলা আকাশ,
শিশির ভেজা পাতারা হলো ম্রিয়মাণ
ঝিরিঝিরি উত্তরিয় বইছে বাতাস।
শীতের সকালে থাকে অলসতা মন
উষ্ণ শয‍্যা ছেড়ে যেতে কার মন চায়!
ঊষার লগনে শুনি পাখির কূজন
মধুময় সেই সুরে হৃদয় হারায়।


শীত এসে দেহ মন ছুঁয়ে দিয়ে যায়
কাঁপন ধরায় প্রাণে জাগে শিহরণ,
হিমেল বাতাস যদি মন খুঁজে পায়
প্রেম ভাবনা সেথায় হয় জাগরণ!


আলোছায়া খেলা করে শীতে সারাদিন
রোদেলা দুপুরে হয় জীবন রঙ্গিন।