সবকিছু কেড়ে নিলে?
কলম, লেখার খাতা,
প্রতিবাদী কণ্ঠস্বর!
মুক্ত মঞ্চ, পথ সভা
মিছিল স্লোগান,
জ্বালাও পোড়াও ঝড় ;
থেমে গেছে সব আজ!
যে টুকু রয়েছে বাঁকি
সবই তার শক্তির আরাধনা,
স্বার্থের উপাসনা!
ক্ষমতার দর্পে
অস্ত্রের হুংকারে,
অর্থের জৌলুসে ;
সবকিছু কেড়ে নিলে!
বাঁকি তো শুধু জীবন টা,
সেটাও না হয় নিয়ে নাও!