যে দিকে তাকাই দেখি আল্লাহ
সবই তোমার নেয়ামত ,
তুমিই মোদের মালিক আল্লাহ
করছি তোমার ইবাদত । ।


আকাশ বাতাস পাহাড় নদী
সবই তো তোমারই সৃষ্টি ,
তুমি রহমান রহিম আল্লাহ
হাশরে চাই তোমার শুভদৃষ্টি ।
তুমিই মোদের মালিক আল্লাহ
করছি তোমার ইবাদত ,
যে দিকে তাকাই দেখি আল্লাহ
সবই তোমার নেয়ামত ।


ধন্য মোদের জীবন আল্লাহ
করেছো শেষ নবীর উম্মত
পথহারা্ কে করবে আমায়
বলো আছে কার হিম্মত ?
তুমিই মোদের মালিক আল্লাহ
করছি তোমার ইবাদত ,
যে দিকে তাকাই দেখি আল্লাহ
সবই তোমার নেয়ামত ।


আল্লাহ তোমার এ দুনিয়ায়
পশু পাখি জ্বীন ও ইনসান,
সকলে চাইছে তোমার দয়া
গাইছে সবে তোমার গুনগান
তুমিই মোদের মালিক আল্লাহ
করছি তোমার ইবাদত ,
যে দিকে তাকাই দেখি আল্লাহ
সবই তোমার নেয়ামত ।


         ****            


হাশরে ( আরব ) = শেষ বিচারের দিন
নেয়ামত ( আরবী ) =  অনুগ্রহ
ইবাদত (আরবী  ) =  উপাসনা
উম্মত ( আরবী ) = অনুসারী