অনেক কথা মানুষ বলে
সব কথা কি শুনলে চলে ,
সুর তুলতে অনেক বাধা
তাই বলে কি গান না সাধা !
যান জটে আজ নাকাল জীবন
তাও থামেনি নগরায়ন ,
দুঃখে কষ্টে কাটছে সময়
তাই কি জীবন থেমে রয় ।
আছে বিভেদ দেশে দেশে
ধর্মে না হয় নীতি আদর্শে ,
চলছে যুদ্ধ হানাহানি
ধরছে না কেউ লাগাম টানি ।
ডিজিটালের যুগ এসেছে
মানুষগুলো শ্রম ভুলেছে,
অলস মাথার ফন্দি ফিকির
তুলছে না কেউ ন্যায়ের জিকির ।
সবার মনের একই আশা
অর্থ খ্যাতির লোভ লালসা ,
ক্ষমতায় কেউ অন্ধ হলে
তারে কি আর মানুষ বলে !