সহজ কথা সহজ ভাবে
যায় না বলা আজ,
বলতে গেলে সবাই ভাবে
নেই কি বেটার লাজ!
লাজ রেখে আর কাজ কি বলো
সহজ করেই বলি,
মোসাহেবী করেই এখন
জীবন ধারায় চলি।
অর্থ বিত্ত ক্ষমতা নাই
কিসের আবার হায়া,
জীবনটা যে পরগাছা মোর
অমানিশায় ছাওয়া।
জীবন মরণ যখন তখন
সবই রাজার ইচ্ছা,
কেউ শুনে না গরীব লোকের
দুঃখ ভরা কিসসা।