লেখাপড়া করতে এসে
হলাম আমি মস্তান,
বই খাতা সব দূরে ঠেলে
হাতে নিলাম শর্টগান ।


মানুষ মারতে হাত কাঁপে না
টাকার বিনিময়ে ,
গুম ছিনতাই রাহাজানি
করছি শ’য়ে শ’য়ে ।


থানা পুলিশ ভয় করিনা
আছে যে গডফাদার ,
জনরোষে পড়ার আগেই
হবো যে পগার পার ।


মেয়ে মানুষ ড্রাগের নেশায়
আমি দিশে হারা ,
পশুর চেয়েও অধম আমি
ভোগে আত্মহারা ।


জানি একদিন মরতে হবে
চড়তে হবে শূলে ,
মানুষ আমি এই কথাটি
কেমনে গেলাম ভুলে !


(শূলে চড়া বলতে শাস্তি পাওয়া অর্থে বুঝানো হয়েছে)