তুমি মালিক আমি শ্রমিক
কেমন করে হলাম ,
তুমি ধনী আমি গরীব
কষ্ট অনেক পেলাম ।


কেন এত বিভেদ বলো
তোমার আমার মাঝে ,
তুমি আছো অনেক সুখে
আমি মরি লাজে ।


মাসের শেষে অনাহারে
কাটে আমার দিন ,
তুমি তখন বিলাসিতায়
বাজাও সুখের বীন ।


গাড়ি বাড়ি ব্যংকে টাকা
অভাব তোমার নাই ,
কাজ কর্ম হারিয়ে তাই
ভিক্ষা করে খাই ।


যা কিছু মোর ছিল সম্বল
সব নিয়েছো কেড়ে ,
ক্ষমতা তোমার শক্তি তোমার
আমি গেলাম হেরে ।


নিরিহ আমি গোবেচারা
লড়ার সাহস নাই ,
জেল জুলুমের ভয়ে যে তাই
পালিয়ে বেড়াই ।