আবোল তাবোল চিন্তা ছেড়ে
আসল কথা বলো,
দেশের টাকা কেমন করে
সুইস ব‍্যাংকে গেলো।
দেশে আজও চলছে কেমন
ভাঙ্গা গড়ার খেল্,
কালকে যারা লুট করেছে
আজ ঠিকানা জেল।
অসৎ পথে চলে যারা
পতন তাদের হবেই,
ছল চাতুরী পড়বে ধরা
শাস্তি পাবে তবেই।
অহংকারে পতন আনে
মিথ‍্যে নয় এক রত্তি,
সময় থাকতে না শুধরালে
দুঃখ আসবে সত‍্যি।

        *****


এই ছড়া কবিতার প্রথম চার লাইন আসরের প্রিয় কবি বুলু বিশ্বাসের ‘আবোল তাবোল চিন্তা’ কবিতায় মন্তব‍্য করার সময় লেখা, তাই প্রিয় কবি বুলু বিশ্বাসক এর  প্রতি এই ছড়া কবিতা উৎসর্গ করিলাম।