সোনার বাংলা বাংলাদেশ, তুমি আমার মাতৃভূমি,
শতকুটি সালাম তোমায়, তোমার চরন চুমি ।
জন্মে মাগো তোমার কোলে জীবন হল ধন্য,
জীবন দিতে রাজী মাগো তোমার হাসির জন্য ।


যুগে যুগে বর্গীরা সব তোমায় দিয়েছ দুঃখ,
নদীতে বাধ দিয়ে পরশীরা তোমায় করেছে রুক্ষ ।
পদ্মা মেঘনায় চর জেগেছে যমুনা গেছে শুকিয়ে,
ক্ষুধার লাগি সবই বুঝি দিতে হবে বিকিয়ে ।


ফসলের মাঠ ফেটে চৌচির, গোলাভরা ধান নেই;
গরীবের ঘরে চাল নেই, মিথ্যে আশার কথা শুনাই ।
নদীতে মাছ নেই জেলেরা বেকার, মাঝিদের কাজ নেই;
কারখানায় নেই গ্যাস বিদুৎ, শ্রমিকের কাজ নেই ।
বিদুৎ বিভ্রাটে লেখাপড়ায় মন নেই ছেলেমেয়েদের,
ডিজিটাল যুগে দেশ কেন পিছিয়ে প্রশ্নটা সকলের ।