একা নির্জনে প্রহর কাটছে আমার ,
চারপাশে রয়েছে এক বিশাল শূন্যতা ;
বিরহ অনলে পোড়া হৃদয় আমার,
শত গুন বেড়ে যায় মনের দৈন্যতা ।
নষ্টালজিয়ায় ভুগছি আমি বারবার ,
মনের গহনে দেখি আদিম বন্যতা ;
আজ বুঝে ছি সংসার এক কারাগার ,
যেখানে ছিল আমার কি অসম্পূর্ণতা ?

আমি ভালবাসতে চাই কে আছে দেবার ?
যে ছিল সে তো এখন আছে বহুদূর ,
আমি প্রেম দেব আজ কে আছে নেবার ?
যা কিছু ভাবি সবই বিরহ বিধুর ।

ছলনার আগুনেতে পোড়া এই মন ,
শূন্যতা ভরাবে কোথা সেই আপনজন ?



( শেক্সপিয়রীয় সনেট )