কোন এক শ্রাবণ সন্ধ‍্যায় কথা দিয়েছিলে তুমি,
নিঃসঙ্গ করে আমায় হারিয়ে যাবেনা  অস্তগামী
সূর্যসাথী হয়ে বর্ষনমূখর রাতের গহবরে,
যেখানে সাজানো রয়েছে গভীর আঁধার থরে থরে।
কথা দিয়েছিলে বৃষ্টিস্নাত পূর্ণিমার রাতে,
সুখে আর দুঃখে সদা থাকবে আমার সাথে ;
তবে কেন তুমি ওগো সাড়া দিলেনা আমার ডাকে,
বৃষ্টি ভেজা রাতে কেন বিরহের ব‍্যথা জাগে বুকে।
তারপর কত অমাবস‍্যায় কেটেছে বিনিদ্র রজনী,
পূর্ণিমায় অপেক্ষা করেছি, তবু তোমার দেখা পাইনি।
আজও তেমনি এক বর্ষামুখর শ্রাবণ সন্ধা,
হাতে নিয়েছি তাই একগুচ্ছ তাজা রজনীগন্ধা ;
এসো হে বন্ধুপ্রিয়া  বধু সেজে আমার আঙ্গিনায়,
এমন দিনে  মন শুধু তোমারেই কাছে পেতে চায়।