শুরু থেকে ছুটে চলা লোকে লোকান্তরে ,
নদী নালা পথ ঘাট প্রান্তর পেরিয়ে ,
মন চায় মোহনায় আসি বেড়িয়ে ;
ইচ্ছে হয় বেঁচে থাকি মানব অন্তরে ।

পথে পথে ফিরি আমি বুকে নিয়ে আশা ,
ব্যাকুল চিত্ত আমার শিহরিত মন ,
আসে যদি কাছে কেউ গতিতে পবন ;
যদি তার মন পাই দেয় ভালবাসা ।


অবিরাম পথচলা নাই কোন ক্লান্তি
একটি মানুষ খুঁজি সঁপিতে হৃদয় ,
ভালবাসা পেতে চাই তাতে নাই ভ্রান্তি
মনে তার স্মৃতি যেন চিরদিন রয় ।

তার তরে দেব প্রেম রাখিও স্মরণ ,  
ফুল মালা গাথা আছে করিব বরণ ।