মাথার ঘাম সে পায়ে ফেলে
করে কত কাজ,
কাজের শেষে মজুরি চায়
ভুলে সকল লাজ।
তাদের চাওয়া খুব নগন‍্য
অন্ন বস্র বাসস্থান,
সে টা পেতেই দেয় যে তারা
কত শত তাজা প্রাণ।
শ্রমিক বলে করছো তারে
কেন অবহেলা,
সেই তো তোমায় গড়ে দিল
জীবনের ভেলা।


( মে দিবসের ছড়া )