স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর দিনে
হে আমার স্বদেশ, আমায় রেখোনা বন্দী করে ;
আমায় মুক্ত বিহঙ্গের মত উড়তে দাও,
স্বাধীনতার লাল সূর্যটা আর একবার দেখি প্রাণভরে।
একাত্তরে আমি আমার ভাইকে হারিয়েছি,
পাকহানাদার আমার বোনের সম্ভ্রম নিয়েছে কেড়ে ;
এক নদী রক্ত পেরিয়ে এসেছিল যে স্বাধীনতা
তারে কেন আজ ঝাপসা লাগে বিধি বিধানের ভারে!
আমি আজ চিৎকার করে বলতে চাই আমি স্বাধীন!
আমি আমার মায়ের ভাষায় কথা বলি,
আমি কথা বলার অধিকার চাই, নিরাপত্তা চাই ;
আজও কেন ঝরে যাবে  না ফোটা কলি?
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই দিনে
গুম হওয়া ভাইয়ের জন‍্য বুক ভরে হতাশায়,
হৃদয় ভেঙ্গে চৌচির হয় যখন  দেখি আমার মেয়েটা
ধর্ষিতা হয়ে আত্মাহুতির পথে পা বাড়ায়।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই দিনে
পেশী শক্তি অস্ত্র আর দুর্নীতির বেড়াজালে
কেন থাকবো বন্দী ?  আমরা মুক্তি চাই,
হে আমার স্বদেশ শক্তি দাও, আমরা আজ
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই।