আজও কি তোমার মনে পড়ে
রমনাপার্কে কিংবা সোহরোয়ার্দী উদ্যানে
তোমার হাতের মুঠোয় থাকতো আমার  হাত
পথ চলতাম পাশাপাশি দুজনে ।


কত কথা বলতে তুমি কত স্মৃতি রোমন্থন
কখন ওবা শুধু পথচলা উদাস দুটি মন
হরিণ হরিণ আঁখি তোমার জলে টলমল
হাত ধরতেই হাসতে, ভাঙ্গতে অভিমান ।


মনে পড়ে বুড়িগঙ্গার তীর ঘেঁসে
আবর্জনা র স্তূপ পেরিয়ে হেটে চলা,
আহসান মঞ্জিল কিংবা বলধাগার্ডেন
নিরিবিলি নির্জনে বসা,দুদণ্ড কথা বলা ।


কখনও মেঘনা ঘাট কখন ওবা যমুনার তীর,
মনে হয় স্বপ্ন ,সেই লও ড্রাইভে যাওয়া ;
আনন্দে উল্লসিত তোমায় কাছে পেয়ে ,
ভরেছে হৃদয় মিটেছে চাওয়া পাওয়া ।


মধুর কেন্টিনে প্রথম দেখা, প্রথম ভাল লাগা ;
প্রাচুর্যের ছোঁয়ায় তুমি সবই ভুলে গেলে ?
টি এস সি র চত্বরে কত আড্ডা কত গান
কেমনে হারিয়ে গেলে সব কিছু ভুলে ?