শেষ বার যখন দেখা হলো
তুমি বলেছিলে অপেক্ষায় থাকবে,
কেন থাকলে না?
শেষ বার যখন এসেছিলে কাছে
তুমি বলেছিলে দূরে সরে যাবে না,
কেন কাছে থাকলে না?
শেষ বার যখন কথা হলো বিনিময়
তুমি বলেছিলে ভালবাসি,
ঠোঁটে ছিল মিষ্টি মধুর হাসি!
সেদিনের সে কথামালা স্মৃতি হয়ে আছে,
আজও তা হৃদয়ে দেয় নাড়া,
কখনও বৃষ্টি হয়ে ঝরে পড়ে
আবার কখনও গানে গানে করে ইশারা।
সেদিনের সে কথামালা,
ঝর্ণাধারার মত চঞ্চলতা,
সমুদ্রের ঢেউয়ের মত উচ্ছলতা,
ছবির মত হৃদয়ে আছে আঁকা।
কখনও তা বৈশাখী ঝড় হয়ে
হৃদয়কে করে দেয় এলোমেলো।
স্মৃতি গুলো শুকনো পাতার মত ঝরে যায় ,
প্রেম আলাপন গোলাপের মত শুকিয়ে যায়।
তবু সেদিনের সে কথামালা
আজও আছে আকাশে বাতাসে মিশে,
আজও কান পাতলে শুনতে পাই
তোমার উচ্ছল ঝর্ণাধারা হাসি,
শুধু তুমি নেই কাছে!