হারিয়ে সর্বস্ব আজ আমি পথ চলি একা একা ,
সুখের ঠিকানা খুঁজি, জানিনা কখন পবো তার দেখা !
এ যেন গহীন অরন্য, হারিয়ে ফেলেছি পথ ;
অজানা শঙ্কায় গতি হয় শ্লথ ।


লোকালয় ছেড়ে বহুদূরে অজানা গন্তব্যে
ছুটে চলা জানিনা কখন থামবে ।
ক্লান্তিহীন এ পথচলা যাবে কি বিফলে ?
দেখা কি পাবনা তার, খুজি যারে পলে পলে !


জানিনা কেন এমন হয়
ভালবাসার মানুষেরা কেন দূরে সরে রয় ?
ক্ষতবিক্ষত মানবতা অনাগত বিপর্যয়,
রুখবে কে তারে,বন্ধ করবে কে এ প্রলয় ?
খুজি তারে যার মাঝে আছে সেই প্রত্যয় ।


আজনা গন্তব্যে তাই আমার এই পথ চলা
মুক্তির কথা বলা,
জানিনা কখন খুজে পাবো তারে
ফুরিয়ে যে যায় বেলা ।