বিতারিত শয়তান থেকে আল্লার কাছে আশ্রয় চাইছি,
পরম করুনাময় ও দয়ালু আল্লার নামে শুরু করছি।


আল্লার কৃপা আসবে যখন
চৃড়ান্ত বিজয় হবে  তখন  ,                (১)
দেখবে মানুষ দলে দলে
আল্লার দ্বীনে আসবে চলে      ।            (২)
করো সেই প্রভুর প্রশংসা
তুমি যারে করো ভরসা ;
ক্ষমা চাও করো রোনাজারি ,
তিনি যে তওবা কবুলকারী  ।              (৩)



সূরা আন নছর  মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১০ তম সূরা । তাফসীরকারীদের সর্বসম্মত অভিমত এই যে, সূরাটি মদীনায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৩টি । আরবী নছর শব্দের অর্থ সাহায্য বা কৃপা , এই সূরায় আল্লার সাহায্যে মক্কা বিজয় ও তার পরবর্তী সময়ের কথা বল হয়েছে । সূরা নছর-এর অপর নাম সূরা "তাওদী" । "তাওদী" শব্দের অর্থ বিদায় করা। এ সূরায় রসূলে কারীম-এর ওফাত বা মৃত্যু নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বিধায় এর নাম "তাওদী" হয়েছে।
হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে, সূরা নছর কোরআনের সর্বশেষ একদফায় পূর্ণাঙ্গভাবে অবতীর্ণ সূরা। অর্থাৎ, এরপর কোন সম্পূর্ণ সূরা একদফায় অবতীর্ণ হয়নি, অন্যান্য সূরার আয়াত নাযিল হয়েছে। সূরা ফাতেহাকে এই অর্থেই কোরানের সর্বপ্রথম সূরা বলা হয়। আর্থাৎ, সম্পূর্ণ সূরারূপে একদফায় সূরা ফাতিহাই সর্বপ্রথম নাযিল হয়েছে। আর সর্বশেষ একদফায় পূর্ণাঙ্গভাবে অবতীর্ণ সূরা আন নাসর ।