সকালের সূর্যমুখী থাকে খুব সুখী ,
সূর্যের মতই হেসে ফুটে থাকে নিতি
হেরিয়া রূপ তাহার মুগ্ধ প্রজাপতি ;
রাতের আঁধারে জানি হয় খুব দুঃখী ।


সূর্যের প্রেমেতে হলে তার অভিমুখী ,
কত আশা লয়ে বুকে জাগো দিবাযামী ,
পাবেনা জেনেও তুমি ভাবো তারে স্বামী ;
হাসি মুখে চেয়ে থাকো তুমি সূর্যমুখী ।


কত অপরূপ তুমি ফুটে রও বনে ,
বুকে লয়ে মধু আর প্রেম ভরা মনে ।


সূর্য নয় ভ্রমরেরা করে কানা কানী ,
প্রেমের পরাগ রেণু দেয় সে তোমায় ,
ভালবাসার আবেগে হৃদয় ভরায় ;
তবু তুমি সূর্যমুখী সূর্যের কামিনী ।