আমাদের বড় ভাই রজ্জব আলী পোদ্দার,
একটাও চুল নাই  ইয়া বড় টাক তার  ;
টাকটা তার দেখার মত চকচকে বেশ,
অবেলায় হারিয়ে গেল মাথার যত কেশ।


এই তো সেদিন ছিল তার ঘন কাল চুল,
হঠাৎ তা কোথায় গেল ভেবে পায়না কুল ;
চুল থাকতে মাথায় মাখতেন কদুর তেল,
তেলের গুনে পড়লো চুল মুন্ডু হল বেল।


টাক মাথাকে বেল বলে সবাই করে ঠাট্টা,
হাতের কাছে পেলে টাক সবাই মারে গাট্টা ;
টাক নিয়ে রজ্জব ভাইয়ের আছে বড় কষ্ট,
টাক দেখেই বউ পালালো জীবন হল নষ্ট।


টাক আছে যার সেই করে বেশী হাকডাক,
নিজেকে ভাবে বুদ্ধিজীবী হাতিয়ে তার টাক ;
চিনি ছাড়া চা খায় আছে নাকি ডায়াবেটিস,
মুখে তার মধু অন্তরে ধান্ধা পলিটিকস।